শিরোনাম_রাঙিয়ে দিও
কলমে__পঙ্কজ,
তোমার সাথেই খেলবো হোলি আমরা সবাই মিলে
আবীর রাঙা এই ফাগুয়ায় রাঙবো হেসে খেলে।
এই বসন্তে রঙের আগুন লাগলো ফুলের বনে,
লাগলো যে রঙ শিমুল পলাশ কৃষ্ণচূড়ার মনে।
তোমার মনেও রাঙাবো রঙ আবীর টুকু ঢেলে,
সাতরঙা ওই রঙের আবির মাখাবো তোমার গালে।
রাইকে রঙে রাঙিয়ে ছিলো কৃষ্ণ যেমন ধরে,
রাঙাবো আমি আজকে তোমায় ঠিক তেমনি করে।
।এই ফাল্গুনে রঙে রঙে রাঙলো ফুলের বন,
লাল আবিরের রঙের নেশায় রাঙে সবার মন।
লাগলো আগুন শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ডালে,
মনের ফাগুন জ্বালো আগুন এই বসন্তেরই কালে।
মন দোলে আজ সবার সাথে এই ফাগুনের রঙে,
রঙের আবীর মখিয়ে যেও আদরে যতনে।
হয়তো হবে রাঙা লাজে তোমার দুটি আঁখি,
এসো প্রিয় তুমি আমার প্রাণের ফাগুন পাখি।
আজ দুজনে মনে মনে হারিয়ে যেতে চাই,
খুলে রেখো মন বাতায়ন এই দখিনা হাওয়ায়।
ভালোবাসায় ভরিয়ে দিও রঙের রঙিন সুখ,
ইচ্ছেরা সব মেলুক ডানা যাক না ভরে বুক।।//