কবিতা – গুপ্তশত্রু
কলমে – পল্লবী দাস
বর্তমান সমাজ,
কঠিন পরিস্থিতির স্বীকার।
কে যে, কার শত্রু, বোঝা দায়।
বন্ধুবেশী শত্রু, দ্রুতগামী সমাজ।
শত শত বন্ধুদের ভিড়ে,
শত্রুমুক্ত জীবন নইকো মোটেই।
হঠাৎ হঠাৎ অশান্তির আশঙ্কা,
দোষ না করেও দোষের ভাগিদার।
সবাই ভাল মানুষ, সবাই ভাল,,
তবে, তারও মাঝে গুপ্তশত্রু।
হাল ছেড়লে,সূত্রপাত পাবে না,
ভয়ংকর এই মাকড়শার জালের।
জোর নিয়ে এগিয়ে গিয়ে,
সমাজের সামনে প্রতিবাদ করলে,,
তবেই মুখোশ ধারী ভদ্রবেশী,,,
গুপ্তশুত্রু কে তুমি পাবে খুঁজে।।
_