অঙ্কুর
কামাল হোসেন হালদার
দেখো ভাই ওই ভিজে-
বালুকার -সামান্য উপরিভাগে
যেন এক , মৃদু প্রাণের আভাস ,
ও নিজেকে আজ জাগ্রত –
করনে মৃদু হেসে দিতে চলেছে
তারই পূর্বাভাস ।
ও চাইছে যেনো জগৎকে
মৃদু হেসে বলতে ,
অনেক সময় এখনও বাকী
জেগে মোর উঠতে,
নিষ্পাপ ওর হাসির ঝলকে
অনেক আশা লুকিয়ে ,
ভেঙ্গনা ওর সাধটাকে
ও স্বপ্ন দেখছে ঘুমিয়ে ,
অনেক শক্তি রেখেছে লুকিয়ে
ও নিজ্ শুপ্ততাই ,
ও চাইছে জাগতে স্মমহিমাই
কিন্তু ওর এখনো হয়নি সময় ।
মনমাঝে ওর কতো সাধ
ও ফুটবে জগৎ মাঝে ,
অঙ্কুর ও থাকবে আর
ও মাতবে সবুজে ,
জগৎ‘এ আসিয়া ও দিবে
অনেক মৃদু পবন ,
দুঃখ কষ্ট ভোলাবে ও করবে
জ্বালার দহন ।।