বিষয় …ভাষা দিবস।
কলমে.. পবিত্র মোহন বাগ
আমাদের জীবনের আশা ও ভালোবাসা
আমাদের সবার প্রিয় বাংলা ভাষা।
যে ভাষাতে আমরা মা বলে ডাকি
সেই ভাষাকে আমরা অন্তরে গেঁথে রাখি।
যে ভাষাতে আমরা পড়াশুনা শিখেছি
সেই ভাষা আজ আবার সমহিমায় ফিরে পেয়েছি।
যে বাংলা ভাষায় মোরা ঈশ্বরের প্রার্থনা করি
যে ভাষায় রবি ঠাকুর লিখেছেন সোনার তরী।
সেই প্রাণের প্রিয় ভাষাকে কি হারাতে পারি?
যে ভাষা প্রতি পদে পদে জীবনে দরকারী।
যে ভাষাতে মোরা আবৃত্তি করি গান করি
সেই ভাষা ত্যাগ করে কি মোরা বাঁচতে পারি?
যে ভাষাতে মোরা প্রেম ভালোবাসা প্রকাশ করি
সেই ভাষার অপমান কি সহ্য করতে পারি ?
রক্তের বিনিময়ে’ যেমন স্বাধীনতা ফিরে পেয়েছি
তেমনি ভাবে মোরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছি।
আজ একুশে ফেব্রুয়ারি মোরা সেই ভাষার করবো জয়গান
নৃত্য গান আবৃত্তিতে ধন্য হবে সম্ভাষণ ৷
মোরা ফুল মালা দিয়ে করবো বাংলা ভাষাকে বরণ
যুগ যুগ ধরে বাংলা ভাষাকে সাদরে করবো গ্রহণ।
মোরা ভাষার সূত্রে গড়বো ঐক্যতান
ভুলে যাব সব সংকীর্ণ মান অভিমান।