*ঘুড়ির মতন*
✍️শ্রীতমা ভট্টাচার্য্য✍️
মানব জীবন ঘুড়ির মতন,
উড়ে চলে মাঝ আকাশে।
অদৃষ্ট্যের সুক্ষ্ম বাঁধন,
আটকে রাখে পেছন পানে।
শ্রেষ্ঠ জীবও বোকার মতন,
নিজ জ্ঞানের বরাই করে।
ভুলে গিয়ে ভাগ্য লিখন,
উড়তে সে চায় সীমা ছাড়িয়ে।
ছোটার নেশায় মত্ত জীবন
সময় সুতোর হ্যাঁচকা টানে,
চেয়ে দেখে সঙ্গী শমন
মুচকি হেসে দাঁড়িয়ে আছে।
সব হারিয়ে বোঝে যখন,
বেঁচে থাকার আসল মানে;
মনের জ্বালায় নিজেই তখন
আঘাত হানে নিজের গালে।
***************