কবিতা বাংলা মানে বাঙালির মনে
কলমে ডঃ রমলা মুখার্জী
বাংলা মানে সবুজ রঙা মখমলেরই কোল,
নীলের নিচে মায়ের কাছে শেখা মধুর বোল।
বাংলা মানে পদ্ম শালুক কৃষ্ণচূড়া কাশ-
রঙে রঙে তুলির টানে প্রকৃতির ক্যানভাস।
বাংলা মানে রবীন্দ্রনাথ বঙ্কিম নজরুল-
বাংলা মায়ের কোলে দোলে লক্ষ হীরের ফুল।
বাংলা মানে বিভূতিভূষণ শরৎ জীবনানন্দ-
সুনীল শক্তি মৈত্রেয়ীর কথা-কবিতার ছন্দ।
বাংলা মানে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম-
অরবিন্দ জগদীশ সুভাষ প্রফুল্ল রায়ের নাম।
বাংলা মানে সুচিত্রা উত্তম অপর্ণা সৌমিত্র –
সত্যজিৎ মৃণাল সৃজিত লোপা সুচিত্রা মিত্র।
বাংলা মানে রসগোল্লা লুচি আলুর দম-
পঙ্কজ সন্ধ্যা হেমন্ত মান্না রূপম অনুপম।
বাংলা মানে দই-পটল, উচ্ছে-বেগুন সুক্তো
কলাইয়ের ডাল পোস্ত-বড়ার আম-বাঙালি ভক্ত।
প্রতি জন্মে নব প্রজন্মে বাংলা উঠুক জেগে-
মাতৃদুগ্ধ মাতৃভাষার স্হান যে সবার আগে।