Spread the love
★বিশ্ব মহামারী ★
✍️মনালি বসু✍️
বিশ্ব মহামারী ¡¡
‘হু’ নাকি এরকমই বলেছে! 
অত ভারিক্কি কথা বুঝি না বাপু,
সোজা কথায় এটুকুই বুঝি
আজ মানুষের ভারী বিপদ। 
একটা অণুজীব নাকি আমাদের মতো 
বুদ্ধিমান শ্রেষ্ঠ জীব কে
গৃহের মধ্যে বেঁধে রেখেছে! 
ভারত তথা বিশ্ব এর বিরুদ্ধে লড়ছে।
আমাদের নেতা তথা শাসকদল
সকলেই ত্রস্ত, সন্ত্রস্ত।  
বিশ্ব মহামারী দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য 
কোনোটাই এতদ্ সময়ে হয়ে ওঠে নি।
কেউ কেউ নাকি বলছেন
কোরোনা আমাদের অনেক শিক্ষা দিল!
দিল বই কি,
মানুষ হবার শিক্ষা। 
তাই দেখি সব ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে দিয়ে 
এক দেশের চিকিৎসক 
ছুটে যায় অন্য দেশে,
চিকিৎসকের ধর্ম পালন করতে।
এক দেশ অন্য দেশকে পাঠায় ত্রাণ, 
ভুলে যায় সব ভেদাভেদ। 
রাম- রহিম, হরি-হ্যারি,
মিচেল-মিশেল-মিখাইল- মাইকেলের তফাৎ। 
তাহলে কেন আমরা লড়ছি?
কিসের তাগিদে? 
আমরা তো এটাই চেয়েছি,
ভেদাভেদ মুক্ত ভারত তথা বিশ্ব। 
প্রকৃতির ওপর নির্মম হয়েছি বারংবার, 
নিজের অস্তিত্ব সংকট জেনেও,
তাই আজ প্রকৃতির নির্মম খেলায়
মানুষ আজ খাঁচায়।
প্রকৃতির বন্ধুসম সব জীবকুল 
বাইরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
আর গৃহবন্দী দশা?
সে কি কিছুই শেখাল না আমাদের? 
শেখাল বই কি।
বহির্মুখী উন্নত প্রযুক্তিবিদ্যার কবলে পড়ে 
আমরা ভুলেছিলাম আমাদের গৃহকোণ কে।
নতুন করে পারিবারিক বন্ধনে
আবদ্ধ হলাম আমরা।
শেখাল যে সব পুৃঁথিগত শিক্ষাই অসম্পূর্ণ। 
শিক্ষা যদি আলো না দেখায়,
উত্তাপে পুড়িয়ে ছাই করে দেয়
তাহলে সে শিক্ষার কোনো দাম ই নেই। 
আজ দেখছি প্রাণের মায়া ত্যাগ করে
শাসক তথা প্রশাসন, 
ফোর্স,মেডিকেল টিম,জরুরী পরিষেবা, 
সকলে একসাথে লড়ছে।
আবার দেখলাম পৃথিবীর সর্ববৃহৎ 
শক্তিকেও নত হতে,
নিতান্ত উন্নয়নশীল দেশের কাছে,
শুধুমাত্র ওষুধের প্রয়োজনে।
এই দিনটাই তো দেখতে চেয়েছিলাম আমরা, 
কুর্নিশ করি এঁদের সকলের আত্মত্যাগ। 
তাই আজ মনুষ্য জাতি চ্যালেঞ্জের মুখোমুখি। 
এ লড়াই যে তাদের জিততেই হবে,
প্রমাণ করতে হবে 
মনুষ্য জাতি শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব,
সে সকলকে নিয়ে বাঁচতে চায়,
এ ধরার বুকে
আরও অনেকটা পথ হাঁটতে হবে।
একসাথে।। 
                              #মনালি#
One thought on “বিশ্ব মহামারী ।। মনালি বসু।।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *