শিরোনাম–” তরীর যাত্রী “
কলমে– বিমান প্রামানিক
মাড়গ্রাম– মুর্শিদাবাদ
চোখের জলে ভাসে জীবননদী
জলের স্রোতে এগিয়ে চলে তরী
তুমি, শুধুমাত্র সেই তরীর কান্ডারী।
আমরা সাঁতার না জানা যাত্রী
শুধু বসে আছি নৌকায় চড়ে মাত্র
কেবলই হাসি কান্নায় ঘেরা ক্ষেত্র।
জানি শুধু আমি স্মৃতির জলে ভাসি
যখন নদীর স্রোতে নৌকাখানি কম্পিত
অন্তরীক্ষে না পারি ছুটতে ভীষণ শঙ্কিত।
স্ফীত জল স্রোতে উতলা হয়ে ওঠে
কান্ডারী তবু তরী নিয়ে কুলে ছোটে
যাত্রী সকলি যেন কেঁপে কেঁপে ওঠে।
যখনই ওঠে ঝড় নৌকা দোদুল্যমান
হতাশায় চারিদিক হতে তোমাকেই খুঁজি
তোমার দয়ায় এ তরী ডোবে না বুঝি।
লোকে ভাবে না তোমার কথা তাই
সময়ের সাথে আমরা হাসি কান্নায়
আড়াল হতে যাত্রী যেন হাতটি নাড়ায়।