Spread the love

লড়াই


(হাসির অণুগল্প)

রাজকুমার সরকার/ ঝাড়খন্ড

ভবতোষের স্বভাবটি একদম লড়াকু গোছের। একটু ঝগড়াঝাঁটি না করলে তাঁর ফাঁকা ফাঁকা লাগে।মনে হয় দিনটিই বেকার হয়ে গেল। লড়াই মানে মুখে মুখে বাকযুদ্ধ তা নয়; একেবারেই হাতাহাতি, পাটসাপাটসি। যাকে বলে জবড়াজবড়ি; না হলে লড়াই এর মজা কোথায় ?
সেদিন হঠাৎই রেগে ইঁড়কে এসেছিল মহীপালকে মারার জন্য …..
মহিপাল উপস্থিত বুদ্ধি এপ্লাই করেছে সঙ্গে সঙ্গেই।
সে ভবতোষকে বলে — আই ব্যাটা চলে আই …..
আই আই ….
আমি তো এখন করোনা পজিটিভ।
নিমেষেই ভবতোষের গরমী ফুস্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *