একাকী জীবন
অমিত হাইত
************
আমি অসহায় জীবনের একাকী পথিক,
অপদার্থ ছেলে আমি নাম আমার অমিত।
আমি একাকী হেঁটে যাই অবিরত,
অগোচরে দেখি হৃদয়ে ক্ষত-বিক্ষত।
হাতড়ে পাচ্ছিনা কিছু হৃদয়ের অভ্যন্তরে,
কখনও হাঁটি নিঝুম রাতে জনাকীর্ণ শহরে।
থমকে যায় জীবন আমার হাজার মানুষের ভীড়ে,
অস্তিত্ব নিয়ে চলি বেপরোয়া নিয়তির হাত ধরে।
হাহাকার মনে বাজে নিঃসঙ্গতার নিগুঢ় ধ্বনি,
আলো-অন্ধকারে শব্দের মাঝে স্বপ্ন যে বুনি।
আনমনা-চঞ্চল আমি জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে,
খুঁজে ফিরি আজও নিজেকে আত্মার গভীরে।
ঘড়ির কাঁটা আজও ঘুরছে সেদিনও ঘুরেছিল,
একাকী জীবনের আবেগ মাখা সময় স্তব্ধ হল?
**********************************
কবি পরিচিতি :
বর্তমানে কবি কলেজ স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি কবিতা লেখেন। ঠিকানা:- আমতা, হাওড়া)