Spread the love

#আবারোস্বাধীন করেদিয়ে যাও।
—-#দিপেশ_দাস

রক্ত মাখানো ভারত ভূমির
আনাচে কানাচে হলো কত হানি,
হারিয়ে দেশের বীর শহীদকে
ভাসছে আজও মা’র দেহ খানি।

দেশ মৃত্তিকা পিচ্ছিল হলো
বীরের রক্ত ঝরানোর ফলে,
মায়ের কান্না এনেছে বন্যা
ভেসেছে সুখের ঘরবাড়ি জলে।

পূর্ণ স্বরাজ আনতে যুবরা
প্রাণ বলিদান দিয়েছিল কতো,
মা-বোন পড়েছে দানবের ফাঁদে
ফাঁসির দড়িতে ঝুলতে’ই হতো।

সূর্যোদয়ের আলোক রশ্মি
ছেদ করে যেত অসহায় প্রাণ,
সূর্যাস্তের রাঙানো রক্তে
মিশ্রিত ভূমি নরকীয় দান।

একে একে কত বীর পুরুষেরা
স্বপ্ন দেখিয়ে প্রাণ গেল চলে,
শহীদ স্মরণে এগিয়ে যুদ্ধা
শক্তি পেলো যে নেতাজীর বলে।

প্রাণ বলিদানে দিলো স্বাধীনতা
বীরের রক্তে ভেজা মা’র কূল ,
দ্বিখণ্ডিত এ ভারত আমার
জাত-বজ্বাতি ও চক্ষুশূল।

মহান প্রাণের স্মরণ করেই
নিমিষে যাচ্ছি নীতিমালা ভুলে,
ধংসের মিছিলে নেতাগিরি করে
শহীদ বীরের পা সাজাই ফুলে।

মিথ্যাবাদীর পথ ধরে যাই
হারিয়ে ফেলেছি ইতিহাস টাও,
স্বাধীন দেশের নাগরিক ঠিক
আবারো স্বাধীন করে দিয়ে যাও।

******************.
লেখক পরিচিতি:


দিপেশ দাস ,
ভারত , ত্রিপুরা, ধলাই জেলা, থানা- মনুঘাট ,
পেশা -সরকারী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক।
শিক্ষা – ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বি এ ফাস্ট ক্লাস পাশ।
ডিপ্লোমা ইন ইলেমেন্টারী এডুকেশন প্রশিক্ষণ প্রাপ্ত।
বর্তমান যুগে বাংলা সাহিত্যের অগ্রগতির লক্ষ্যে কলম চলছে। ভিন্ন যৌথ গ্রন্থে, সোস্যাল মিডিয়া ও ওয়েবসাইটে লেখা প্রকাশ করা হয়েছে ।
আগামী দিনেও বাংলা সাহিত্যের হাত ধরে কলম চলবে।

2 thoughts on “আবারও স্বাধীন করে দিয়ে যাও। – দিপেশ দাস”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *