Spread the love
     

     কবিতা কথা
✍️সত্য দেব পতি✍️
চোখের পরশমনি যখন প্রকৃতির রূপমাধুর্য দেখে মনকে শান্তি প্রতিষ্ঠায় ব্রতী হয়,
হৃদয়ের ভালোবাসা মাখা অক্ষরগুলো-
ঠিক তখনি শব্দ তরঙ্গের সাথে বাঁধবে প্রকৃতি প্রেমের গাঁঠছড়া,
মনের মিলন মেলায় বাজবে আনন্দ লহরী,
বুকের হাপরে দ্রিমীক তালের মুর্ছনায় আপ্লুত হবে কবিতা;
ঠিক যেমন করে বৈষ্ণবী তার আরাধ্য দেবতার পায়ে নিজেকে সম্পূর্ন ভাবে উপঢৌকণ করে নিষ্কৃতি পায়,
তেমনই কবি মন শান্তি পায় তার অন্তরের অন্তরতম অক্ষরগুলো যখন শব্দের আকার নিয়ে ফুল ফোটায় –
কবিতার খেরো খাতার সাদা পাতায় কলমকাঠির আঁচড় কেটে…
কোথায় প্রবহমান ঝর্ণাধারা-
কখনো বুনো ফুল,নয়তো চাষের মাঠে নতুন কিশলয়,
সেখানে পাতা হয়ে জন্ম দেয় একটা সবুজ প্রান্তরের…
প্রতিটি পাতা থেকে মুকুল আসে আর বেড়ে যায় অলিদের সমাবেশ,
আসে বসন্ত ফুল ফোটে আসে ফল-
আরো একবার গর্ভবতী হয় পৃথিবী আপন মহিমায়,
সোনার ফসলে ভরে মাঠ আর কবিতার খাতায় জন্ম নেয় আরো একটা কবিতা।
One thought on “কবিতার কথা।। সত্যদেব পতি।।”
  1. খুব ভালো লাগলো আমার লেখা অনলাইনে পোস্ট দেখে,পত্রিকা অনলাইনে খুব নাম করেছে এটাই স্বাভাবিক, অনেক শুভ কামনা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *