কবি তুষার রায় ও কবি তারাপদ দাসের স্মৃতি উৎসর্গকৃত এই সংখ্যা প্রকাশিত হয় একধাপ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আসানসোলের ভারতী ভবনের মঞ্চ থেকে। আলোর উপদেষ্টা মন্ডলীর অন্যতম অধ্যাপক ডঃ গৌতম ব্যানার্জী, একধাপ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এর সম্পাদক লেখক শ্যামল হোমরায়, আজকের যোধন সম্পাদক কবি বাসুদেব মন্ডল, কবি শান্তিময় মুখোপাধ্যায়, আলোর নবাগত উপদেষ্টা কবি অসীম আচার্য , সম্পাদক মন্ডলীর অন্যতম কবি তপন কুমার মাজি, সম্পাদক সুজিত মাজি ও অগনিত কবি সাহিত্যিক ও সাহিত্য প্রেমী মানুষদের উপস্থিতিতে।