বরষা
✍️বাসুদেব মন্ডল✍️
“বরষা”
মেঘেদের ডানায় ভর করি
ভেসে বেড়াও আকাশ জুড়ি।
দিন রাতের নেই হিসাব
ঝরাও বারি বীণার ছন্দে।
তোমার পরশ পেয়ে তৃনাদি
স্বাগত জানায় হেলেদুলে।
কৃষকের মুখে ফুটেছে হাসি
ধান বুনতে হবে দিবানিশি।
লাঙ্গল বলদ লয়ে সাথে
ধানের বীজ নিয়ে মাথাতে,
চলেছে মাঠের পানেতে।
শিশু ভিজে ভিজে খেলা করে
স্কুল ছুটি হয়ে যেতে পারে।
ব্যাঙ ডাকছে রকমারি সুরে
ছোট ছোট মাছেরা খালে-বিলে
মাথা তুলে উুঁকি মারে।
পল্লীবধূ সিক্ত বসনে
ভরকলসী নিয়ে কাঁখে ফেরে ঘরে।।