❤️মনখুশী❤️
********
✍️পবিত্র প্রসাদ গুহ✍️
শ্রাবণ মানেই বৃষ্টি হাওয়ায়
ভিজিয়ে যাওয়া মানা
আসছে কিন্তু পুজোর বেলা
শরৎ এর আনাগোনা।
বৃষ্টি ভেজা মিষ্টি সকাল
মেঘের ব্যস্ত বেলা
এই বৃষ্টি এই রোদ্দুর
লুকোচুরি খেলা।
শরৎ মানেই খুশির জোয়ার
শিউলির কুঁড়ি আসা
কাশের বনে ঢাকের বাদ্যি
নতুন জামার আশা।
শরতের ওই নীলাকাশে
চকচকে রোদ হাসে
নীলচে সাদা মেঘের ভেলা
উদাসী হওয়ায় ভাসে।
শরৎ মানেই নব পল্লব
ফুলে ভরেছে শাখী
ঘর সেজেছে নতুন রূপে
উচ্ছাসে হাসে আঁখি।
*****************