কবিতা : আগুন পুত্র
কবি : মুস্তারী বেগম
😢😢😢😢😢
আগুন পুত্র ফাগুন দিয়ে
চলে গেছে কষ্ট নিয়ে
ব্যথার অনল মাথায় বয়ে
স্বাধীনতা আজকে সয়ে
বরপুত্র ভারতমাতার
ছিন্ন বসন ,দুস্থ কাঁথার
একমুঠো খুদ দিদির কোলে
উঠেছিল প্রদীপ জ্বলে
বিদেশী লোমশ হাত গুলো
সেদিন খুব কঠোর ছিলো
হাসি মুখে ফাঁসি গেলে
বাংলা মায়ের দামাল ছেলে।
আজো তোমায় মনে পড়ে
ইতিহাসের হৃদয় ভরে।
অমর তুমি বীর ক্ষুদিরাম
হয় না মলিন তোমার এ নাম
আলোয় লেখা আকাশ পাড়ে
মৃদু মন্দ বাতাস ওড়ে
স্মৃতির প্রদীপ জ্বালিয়ে নিয়ে
ফুলে তোমার গন্ধ ভরে।
পাখি তোমার গান গেয়ে যায়
দুখী তোমায় স্মরণ করে।