“স্মৃতির টানে আমি ও বন্ধুরা”
✍️বিমান প্রামানিক✍️
মাড়গ্রাম–মুর্শিদাবাদ
তোদের সাথে সেই ছোট্ট থেকেই মেলামেশা,
সুখ দুঃখের সাথী আমরা, কত না ভালোবাসা!
তোদের সাথে কখনও খেলা, কখনও ঝগড়া
আজ আপন আপন কাজে ব্যস্ত সবাই আমরা।
আমরা কেউ দিদির আঙুল ধরে, কেউবা দাদার
যেতাম স্কুলে প্রথম প্রথম পথ যে ছিল অজানার।
একটু বড়ো হলাম যখন আর সাথে নয় দাদা দিদি
তোরা আমরা নিজেরাই হিরো, করতাম ডাকাডাকি।
স্কুলের দিন নয়টা বাজলেই স্নান করতে পুকুর পাড়ে
কারও আসতে দেরি হলে হাক জুড়তাম সজোরে।
ছুটির দিনে স্নানের বহর হত যে আরও বাহারি
কেউ গাছ থেকে, কেউ ঘাট থেকে লাইন ধরে ঝাপ মারি।
বন্ধু তোদের মনে আছে তো সেই সব দিন গুলি?
গামছা লুকিয়ে রাখতাম যেই শুরু হত দলাদলি।
জলের মধ্যে দাপাদাপি, সাঁতরে এপার ওপার,
ঘাটের জল ঘুলিয়ে তুলতাম, আনন্দে মন উঠত ভরে সবার।
আমরা যেন আজ সবাই একলা, হারিয়ে গেছে ছোট্টবেলা,
স্মৃতির পাতায় রয়ে গেছে যতই ব্যস্ত কাজে দুইবেলা।
লুকিয়ে লুকিয়ে আম পারা, জাম-খেজুর কুড়ানো
বলতে গেলে আরও আছে মনের কোঠায় জড়ানো।
আপন আপন ঘুড়ি বানিয়ে যেই উড়াতাম আকাশে
কে পারে কার কাটতে ঘুড়ি বন্ধু সকল একসাথে।
কোথায় যেন হারিয়ে গেছে বন্ধু তোদের সাথে খেলা,
বন্ধু দিবসের দিনে তাই তো ফিরেছি নিয়ে স্মৃতির ভেলা।