কবিতা : শারদ গোলাপ
কবি : তাপসী ভট্টাচার্য্য
কবি : তাপসী ভট্টাচার্য্য
শারদ উৎসব তবু আকাশে- বাতাসে গুমরে ওঠা কান্না!
ঢাক, ঢোল, কাসঁরের আওয়াজ,
বাড়ে হৃদপিন্ডের স্পন্দন।
অন্তরালে গাল বেয়ে অশ্রু,
বিষন্নতায় ভরা মুখ,
আলো অন্ধকারে অস্পষ্ট ছবি!
একূল ওকূল ভাঙ্গা নদী,
তির তির করে বইছে;
জল ও তীরের দূরত্ব বজায় রেখে,
ছিন্ন সম্পর্ক মনের আয়নায় ফুটে ওঠে।
শারদ উৎসব আসে যায়,
আনন্দ মেলার প্রতিবিম্ব হয়ে,
ঈশান কোণে সর্বদা মেঘ জমে,
ঝড় আসবে বিপদ সংকেত।
উষ্ণতা, ভয়, পৈশাচিকতা,
গোলাপ গাছটার গোড়ায় মাটি আলগা।
বৃষ্টির জলে শরীর সতেজ হলেও,
কোন বাঁধন বাধা মানবে না।
তমসাচ্ছন্নকে ঘিরে ভয়াবহ-
ভালবাসা, ভাললাগার দিন।
গুমরে ওঠা কান্না শরতের উৎসবকে,
ম্লান করে দিতে চাইছে।
তবু আনন্দ খুঁজে নিতে হয়।
নীরব দর্শক পৃথিবীর মানুষ,
হাজার ঝড় আসলেও
আগমনী আসবে পৃথিবীতে।
সকল মানুষের সঙ্গে,
গাছপালা, পশুপাখি জেগে উঠবে
মায়ের আগমনী সুরে।
কিছু সময়ের জন্য ভুলে থাকবে সব দুঃখকে,
গোলাপ ফুটবে হাসিমুখে।
ঢাক, ঢোল, কাসঁরের আওয়াজ,
বাড়ে হৃদপিন্ডের স্পন্দন।
অন্তরালে গাল বেয়ে অশ্রু,
বিষন্নতায় ভরা মুখ,
আলো অন্ধকারে অস্পষ্ট ছবি!
একূল ওকূল ভাঙ্গা নদী,
তির তির করে বইছে;
জল ও তীরের দূরত্ব বজায় রেখে,
ছিন্ন সম্পর্ক মনের আয়নায় ফুটে ওঠে।
শারদ উৎসব আসে যায়,
আনন্দ মেলার প্রতিবিম্ব হয়ে,
ঈশান কোণে সর্বদা মেঘ জমে,
ঝড় আসবে বিপদ সংকেত।
উষ্ণতা, ভয়, পৈশাচিকতা,
গোলাপ গাছটার গোড়ায় মাটি আলগা।
বৃষ্টির জলে শরীর সতেজ হলেও,
কোন বাঁধন বাধা মানবে না।
তমসাচ্ছন্নকে ঘিরে ভয়াবহ-
ভালবাসা, ভাললাগার দিন।
গুমরে ওঠা কান্না শরতের উৎসবকে,
ম্লান করে দিতে চাইছে।
তবু আনন্দ খুঁজে নিতে হয়।
নীরব দর্শক পৃথিবীর মানুষ,
হাজার ঝড় আসলেও
আগমনী আসবে পৃথিবীতে।
সকল মানুষের সঙ্গে,
গাছপালা, পশুপাখি জেগে উঠবে
মায়ের আগমনী সুরে।
কিছু সময়ের জন্য ভুলে থাকবে সব দুঃখকে,
গোলাপ ফুটবে হাসিমুখে।
************************
বহরমপুর মুর্শিদাবাদ ৭৪৩১০১