পৃথিবী হাঁসবে, সুদিন আসবে
পাখি রা গাইবে গান ;
মন্দিরে ফের হরিবোল হবে
মসজিদে আজান ।
কৃষক বন্ধু শয্যা ত্যাজিবে
শুরু হবে হাল চাষ ;
চন্দ্রে-সূর্যে লক্ষিত হবে
মুক্ত আলোর উদ্ভাস ।
গীর্জায় হাঁসি, শত যন্ত্রনার
জাগবে মানব যীশু ;
পাড়ার বুড়ো’রা পাইচারী দেবে
খেলবে অবোধ শিশু।
বাজারের যত দোকান -পশরা
খুলবে নতুন ছন্দে ;
পৃথিবী আবার মুখরিত হবে
নতুন ফুলের গন্ধে ।
বন্দী মানব মুক্তি পেয়ে
আপন কর্মে লিপ্ত ;
আমিও হয়ত সকলের কাছে
হব সন্ধ্যা’র সূর্যাস্ত !!