Spread the love

  কবিতা : কবি তুমি কাঁদো কেন?
***************************

***************************
কবি : মুস্তারী বেগম
*****************

শরৎ পেঁজা তুলো হয়ে, 

একটু মেঘের ধুলো হয়ে,
পরিশ্রান্ত রৌদ্র বয়ে, 
বৃষ্টি সাথে ক্ষয়ে ক্ষয়ে,
কবি তুমি কাঁদো কেন?
মেঘ করেছে জলেতে স্নান,
কান্না ভেজা সে অভিযান,
রোদের বুকে মূর্ছনা ম্লান, 
ফসল ফলার আগামী গান,
কবি তুমি নও অম্লান।
কবি তুমি কাঁদো কেন?
বুকফাটা ঐ আর্তনাদে,
কবি তুমি দুখ মোছো আজ,
পরাক্রান্ত শাড়ির চাঁদে।
তোমার মুখের ঐ যে সোপান,
বুকফাটা সে জলের তুফান,
আর্তনাদে গগন ফাটে,
সূয্যি ডোবে মৃত‍্য ঘাটে।
কবি কাঁদো কেন?
শব্দগুলো বাঁধো কেন?
অপমানের জ্বালা বুকে,
মুহ‍্যমান তারি দুখে!
কলম তোমার ছিটেল হয়ে,
অবিশ্রান্ত অশ্রু বয়ে,
নদীর মতো চলে দ্রুত,
একটু পাগল ও উদ্ধত,
নিঙড়ানো মন বেদন সয়ে, 
কবি,তুমি কাঁদো কেন?
লড়তে হবে এটা জেনো,
তোমার কলম জলভাতে নয়,
তাতে নতুন জয় পরাজয়,
লাগলে আগুন সে রোজ নেভায়;
ভাঙা ঘরের সে হয় সহায়,
আজকে কবি চোখটা মোছো,
একটু বলো কেমন আছো?
যেমন ছিলে মায়ের কোলে,
একটু পাগল দুষ্টু ছেলে,
একটু আদর একটু পড়া,
একটু বাঁধন সে মস্করা।
আজকে আবার জন্ম নাও,
তোমার মনে ফুল ফোটাও।
ও মনেতে অনেক রতন,
তুমিই তো তার করবে যতন,
একটু খানি হাসো কবি,
পরিচ্ছন্ন সে জলছবি,
আমিও আজ লিখবো খুব, 
তোমার ব‍্যথায় দিয়ে ডুব,
কবি তুমি কাঁদো কেন…!
কবি তুমি বাঁচবে জেনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *