পণ ভিখিরি
🌱🌱🌱🌱
শ্যামল মণ্ডল
আসবে যখন পণ ভিখিরি
চাইতে পণের টাকা,
গাঁয়ের লোকে করতে পারে
মাথার চুলও ফাঁকা।
এমন সেদিন আসবে কবে
জাগবে কবে নারী,
পণ ভিখিরি দেখলে পরে
মারবে ঝাঁটার বাড়ি!
শিক্ষার আলো জ্বলছে তবু
চলছে কন্যা দায়,
পণের টাকা খোলাম কুচি
চাইলে পাওয়া যায়।
পণ দেব না পণ নেব না
বলছে সবাই মুখে,
তাঁরাই আবার পণের টাকা
মারছে পরম সুখে ।
সমাজ’টাকে বদলাবে কে
কার পড়েছে দায় ,
কনের পিতার পণ জমাতে’ই
জীবন কেটে যায় ।