একদিন ভ্রমণে
🌱🌱🌱🌱🌱🌱
মো: ইজাজ আহামেদ
🌱🌱🌱🌱🌱🌱
ভ্রমণ শিক্ষার অঙ্গ,
কাজ করে টনিকের মতো;
একঘেয়েমি, অবসাদ, দুশ্চিন্তা, বিষণ্নতা
কাটিয়ে মানুষকে করে উৎফুল্ল;
মনে আনে প্রফুল্লতা,
মনে আনে সজীবতা,
মানুষকে করে আনন্দিত;
ভ্রমণ যে দূরেই করতে হবে
এমন কোনো কথা নয় ;
কাছেই প্রকৃতির সৌন্দর্যে ভরা অনেক জায়গা আছে ;
সেই জায়গাগুলি আমরা গুরুত্ব দিতে অভ্যস্ত নয়।
কাজ করে টনিকের মতো;
একঘেয়েমি, অবসাদ, দুশ্চিন্তা, বিষণ্নতা
কাটিয়ে মানুষকে করে উৎফুল্ল;
মনে আনে প্রফুল্লতা,
মনে আনে সজীবতা,
মানুষকে করে আনন্দিত;
ভ্রমণ যে দূরেই করতে হবে
এমন কোনো কথা নয় ;
কাছেই প্রকৃতির সৌন্দর্যে ভরা অনেক জায়গা আছে ;
সেই জায়গাগুলি আমরা গুরুত্ব দিতে অভ্যস্ত নয়।
তাই আমরা বন্ধুরা মিলে কাছেই ঝাড়খণ্ডের ধর্ণী পাহাড়ে
একদিন অপরাহ্নে বের হয়েছিলাম ভ্রমণে ।
কি অপরূপ প্রকৃতির সৌন্দর্য!
চারিদিক সবুজের সমারোহ;
রাস্তার ধারে সারি সারি গাছ-
তাল গাছ, বাবলা গাছ, খেজুর গাছ, আতা গাছ;
ছোট ছোট পাহাড় ;
পাহাড়ে বিবিধ গাছের বাহার;
পাহাড়ের পাশ দিয়ে চলে গিয়েছে আঁকা বাঁকা পথ;
তাল গাছে চড়ে পাড়ছে রস;
রঙবে রঙের প্রাণ;
পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম;
ভিন্ন পাখির ভিন্ন ডাক,
মাঠে চড়া গরু ছাগল, রাখাল,
মাঠে কাজ করা কৃষক,
মেঠো পথে কলসি কোলে বধূ,
সবকিছুই করেছিল আমাকে মুগ্ধ ।
আজও হই আমি আপ্লুত।
একদিন অপরাহ্নে বের হয়েছিলাম ভ্রমণে ।
কি অপরূপ প্রকৃতির সৌন্দর্য!
চারিদিক সবুজের সমারোহ;
রাস্তার ধারে সারি সারি গাছ-
তাল গাছ, বাবলা গাছ, খেজুর গাছ, আতা গাছ;
ছোট ছোট পাহাড় ;
পাহাড়ে বিবিধ গাছের বাহার;
পাহাড়ের পাশ দিয়ে চলে গিয়েছে আঁকা বাঁকা পথ;
তাল গাছে চড়ে পাড়ছে রস;
রঙবে রঙের প্রাণ;
পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম;
ভিন্ন পাখির ভিন্ন ডাক,
মাঠে চড়া গরু ছাগল, রাখাল,
মাঠে কাজ করা কৃষক,
মেঠো পথে কলসি কোলে বধূ,
সবকিছুই করেছিল আমাকে মুগ্ধ ।
আজও হই আমি আপ্লুত।
খুব সুন্দর হয়েছে