শিশু দিবস
তরুণ দাস।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
আজ যে ১৪ই নভেম্বর,
হবে শিশু দিবস পালন।
নামী দামী স্কুল গুলোতে,
চলছে তার আয়োজন।।
রঙীন বেলুনে, রঙীন ফিতাই
স্কুল গুলো উঠেছে সেজে।
আর কিছু পরে মাইক গুলোও,
উঠবে জানি গো বেজে।।
কেউ গাইবে,কেউ বা নাচবে-
কতোই না আয়োজন।
কেউ কি আমাকে বলবে এসে
এটা কি যথার্থ পালন?
শহরে ,গঞ্জে কতো পথ-শিশু
কাগজ কুড়িয়ে ফেরে।
দিনান্তে কাগজ কুড়িয়ে
ফেরে ফুটপাথের ঘরে।।
হন্যে হয়ে ফিরে পথে পথে,
রাম, রহিম আর যীশু।
কিসের তরে এ শিশুদিবস ?
এরা কি নয় গো শিশু!!
বেলুন নয়, কিছু পোষাক কিনে-
যদি করতে বিতরণ।
পথ শিশুদের মুখে ফুটতো হাসি
হতো আলোর বিচ্ছুরণ।।
সকল শিশু হাসবে যেদিন
এই ভারতের বুকে।
সেদিন ই সম্মান জানানো হবে
মোদের চাচাজী কে।।
হবে শিশু দিবস পালন।
নামী দামী স্কুল গুলোতে,
চলছে তার আয়োজন।।
রঙীন বেলুনে, রঙীন ফিতাই
স্কুল গুলো উঠেছে সেজে।
আর কিছু পরে মাইক গুলোও,
উঠবে জানি গো বেজে।।
কেউ গাইবে,কেউ বা নাচবে-
কতোই না আয়োজন।
কেউ কি আমাকে বলবে এসে
এটা কি যথার্থ পালন?
শহরে ,গঞ্জে কতো পথ-শিশু
কাগজ কুড়িয়ে ফেরে।
দিনান্তে কাগজ কুড়িয়ে
ফেরে ফুটপাথের ঘরে।।
হন্যে হয়ে ফিরে পথে পথে,
রাম, রহিম আর যীশু।
কিসের তরে এ শিশুদিবস ?
এরা কি নয় গো শিশু!!
বেলুন নয়, কিছু পোষাক কিনে-
যদি করতে বিতরণ।
পথ শিশুদের মুখে ফুটতো হাসি
হতো আলোর বিচ্ছুরণ।।
সকল শিশু হাসবে যেদিন
এই ভারতের বুকে।
সেদিন ই সম্মান জানানো হবে
মোদের চাচাজী কে।।