চিঠি
দ্বিতীয়া প্রামাণিক
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
এই ইন্টারনেটের যুগে চিঠিরা হারিয়ে গেছে আজ,
ডাকপিওনরা আসে না আজ আর চিঠি হাতে,
হয়তো ঠিকানা হারিয়েছে, কিংবা ভুলে গেছো বন্ধু তুমি,
নাকি তোমারো ঠিকানা বদল হয়েছে আমার মতো,
তাই ডাকপিওন এসেছে বার বার ফিরে,
তুমি বুঝি আজো ভালোবাসো মোরে,
আজো বুঝি চিঠি লিখো,
নাকি তুমিও ওদের মতো ইনবক্সেই জমাও আড্ডা,
তুমিও হয়তো বদলে গেছো যেমন টেলিফোন ছেড়ে, কিপেড,কিপেড ছেড়ে অ্যান্ড্রয়েড এ রুপ নিয়েছে আজকের জগৎ,
হয়তো তাই চিঠি গুলো যায়নি তোমার ঠিকানায়,
আজো আমি বসে আছি তোমার চিঠির অপেক্ষায়,
যদি ডাকপিওন এসে যায় ফিরে তোমার চিঠি নিয়ে, আমাকে না পেয়ে।।
ডাকপিওনরা আসে না আজ আর চিঠি হাতে,
হয়তো ঠিকানা হারিয়েছে, কিংবা ভুলে গেছো বন্ধু তুমি,
নাকি তোমারো ঠিকানা বদল হয়েছে আমার মতো,
তাই ডাকপিওন এসেছে বার বার ফিরে,
তুমি বুঝি আজো ভালোবাসো মোরে,
আজো বুঝি চিঠি লিখো,
নাকি তুমিও ওদের মতো ইনবক্সেই জমাও আড্ডা,
তুমিও হয়তো বদলে গেছো যেমন টেলিফোন ছেড়ে, কিপেড,কিপেড ছেড়ে অ্যান্ড্রয়েড এ রুপ নিয়েছে আজকের জগৎ,
হয়তো তাই চিঠি গুলো যায়নি তোমার ঠিকানায়,
আজো আমি বসে আছি তোমার চিঠির অপেক্ষায়,
যদি ডাকপিওন এসে যায় ফিরে তোমার চিঠি নিয়ে, আমাকে না পেয়ে।।