ছড়া : ‘ভূত-পেত্নী’
রচনা সত্যবান তন্তুবায়
পুরুলিয়া
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
পুরুলিয়া
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
ভূত বলে, বাপটা তোর
বড্ডো হারামজাদা,
পেত্নী বলে,কেনোরে তুই
করতিস উঠোন কাদা?
তোর মা টাও কম ছিলনা
করতো খুব আচার,
ভূত হয়ে এখন তো দেখি
করুক জাতের বিচার।
বড্ডো হারামজাদা,
পেত্নী বলে,কেনোরে তুই
করতিস উঠোন কাদা?
তোর মা টাও কম ছিলনা
করতো খুব আচার,
ভূত হয়ে এখন তো দেখি
করুক জাতের বিচার।
ভূত বলে, টাকার গরবে
ছিল দেমাক ভারী,
সুন্দরী, ফর্সা দেখতে বলে
ছিলিস অহংকারী।
পেত্নী বলে,রাগিস কেনো
এখনতো সব শুন্য,
হাড় জিরজিরে শরীর ছাড়া
নেই তো কিছু অন্য।
ছিল দেমাক ভারী,
সুন্দরী, ফর্সা দেখতে বলে
ছিলিস অহংকারী।
পেত্নী বলে,রাগিস কেনো
এখনতো সব শুন্য,
হাড় জিরজিরে শরীর ছাড়া
নেই তো কিছু অন্য।