কতটা নষ্ট হবে?
মনীষা দে
*******এক জীবনে সত্যি তো আর ঠিক কতটা নষ্ট হবে?
এক মানুষে এক জীবনে কতটা আর কষ্ট দেবে?
এক মানুষে এক জীবনে কতটা আর কষ্ট দেবে?
কষ্ট দিতে চাইলে কি আর কষ্ট দেওয়া অতই সহজ?
ভাঙতে ভাঙতে মন সে পাথর—কতটা তার নেই তো খোঁজ
দিতেই পারো ব্যথা, তোমার এ যদি হয় অভিরুচি
দেহের কথা ঠিক জানিনা, মন হয়তো বেশি অশুচি
সেই মনেতে কষ্ট ছাড়া কি-ই বা তুমি পারবে দিতে?
আসল-নকল ভেদ ভুললে কে-ই বা আসে খবর নিতে?
হেলাল হাফিজ ঠিক বলেছেন কতটা আর কষ্ট দেবে?
এক জীবনে সত্যি বলতে, কতটা আর নষ্ট হবে…. ।
ভাঙতে ভাঙতে মন সে পাথর—কতটা তার নেই তো খোঁজ
দিতেই পারো ব্যথা, তোমার এ যদি হয় অভিরুচি
দেহের কথা ঠিক জানিনা, মন হয়তো বেশি অশুচি
সেই মনেতে কষ্ট ছাড়া কি-ই বা তুমি পারবে দিতে?
আসল-নকল ভেদ ভুললে কে-ই বা আসে খবর নিতে?
হেলাল হাফিজ ঠিক বলেছেন কতটা আর কষ্ট দেবে?
এক জীবনে সত্যি বলতে, কতটা আর নষ্ট হবে…. ।