সদ্যজাত
—————
লিটনদাস
জন্ম আমার স্বাধীন দেশেতে সেবাই হল ধর্ম,
শপথ পালনে অবিচল রব দেশের তরে কর্ম ।
শপথ পালনে অবিচল রব দেশের তরে কর্ম ।
কিশলয় আমি কোমল প্রাণে আগত ভবিষ্যৎ,
দৃঢ় পণ মোর আনবই আমি,বিঘ্ন বিহীন পথ ।
দৃঢ় পণ মোর আনবই আমি,বিঘ্ন বিহীন পথ ।
নতুন সমাজ গড়বার তরে এসেছি ধরনীতল,
আদরে বরন করগো আমাকে জোটাও শক্তি বল ।
আদরে বরন করগো আমাকে জোটাও শক্তি বল ।
তোমরা আমায় দাও ওগো দিশা জাগাও উদ্দীপনা,
দেশের কারনে বিলাব আমার শেষের রক্ত কণা ।
দেশের কারনে বিলাব আমার শেষের রক্ত কণা ।
নিজেকে আমি যে করবো উজার দেশকে ভালবেসে,
সাজাব যে আমি স্বদেশ ভূমিকে ভারত মাতার বেশে ।
সাজাব যে আমি স্বদেশ ভূমিকে ভারত মাতার বেশে ।
মিনতি আমার কর্মের পথে আতঙ্ক ছড়িও না
স্বাধীন ভূমি হিংসা- দ্বন্দ্বে রক্তাক্ত কর না ।
স্বাধীন ভূমি হিংসা- দ্বন্দ্বে রক্তাক্ত কর না ।
অঙ্কুর আমি কঠিন আঘাতে যদিগো মরন হয়,/ আগামী ভারত জাগবেনা আর চিরতরে হবে লয় ।
দিগন্তে ওই রক্ত স্রোতে সবুজ গিয়েছে ঢেকে,
শিশুর মনেতে দিও না গো কভু ভয়ের চিহ্ন এঁকে ।
শিশুর মনেতে দিও না গো কভু ভয়ের চিহ্ন এঁকে ।
শিশুদের যদি শুভ্র চিত্ত শঙ্কিত হয় ত্রাসে,
মুক্তমন যে বিলুপ্ত হবে বিষাক্ত নিঃশ্বাসে ।
মুক্তমন যে বিলুপ্ত হবে বিষাক্ত নিঃশ্বাসে ।
স্বাধীন দেশেতে এ নবজাতক এই মিনতিই করে
“বন্ধ কর গো” সব অনাচার, মুক্ত স্বাধীন ঘরে ।
“বন্ধ কর গো” সব অনাচার, মুক্ত স্বাধীন ঘরে ।
স—–মা—-প্ত