Spread the love

নতুন সূর্য 
       ☀ 
ডা: কৌশিক ঘোষ 
_______________________________________
বন্ধু তুমি এগিয়ে চলো এই অবক্ষয়ের পথ ধরে
নতুন ভাবনার নতুন ভারত দুজনে দেবো গড়ে।
ঘটাবো আমরা সুনীল আকাশে নব সূর্য ভোরে
ঢুকতে দেবো না বিদেশি শত্রু এ দেশের দোরে।
ভারতের সব অসহায় দুর্বল মানুষের পাশে এসে
ভালোবাসা সহ আমরা দাঁড়াবো রুখে রূদ্র বেশে।
বন্ধু সহ্য করা যায় না যে মা ভাই বোনের দুঃখ
ওদের মনের স্বাধীনতা আনা আমাদের হোক মুখ্য
নির্ভীক মনে প্রাণ নিবেদনে বজ্র কঠিন চিতে
সময় এসেছে সন্ত্রাসী দের চরম শাস্তি দিতে।
আত্মাহুতি দিয়ে নির্ভয়ে হটবো না আমরা পিছু,
উন্নত শিরে এগিয়ে যেতে হবো নাকো নীচু।
ভারত মায়ের নয়নের জল মুছে দিতে হবে আজ
দেশোদ্রোহীদের বুকের উপর ফেলবো বাজ।
দুর্ণীতির কালোছায়া থেকে মুক্ত করতে এ দেশ,
স্বাধীনতার ইতিহাসে জ্ঞান  উপদেশে ধরি বেশ।
সম্প্রীতি হৃদে ভুলি ভেদাভেদে ঐক্যবদ্ধের গান
মানবতার আলোয় উদ্ভাসিত গাইবো ঐকতান।
দেশ দেশান্তরে প্রচার করে সৌহার্দ্য ভালোবাসা,
মহামিলনের সাগরে লভিবো শান্তি, সুখের আশা
দুই থেকে দশ, সহস্র, লক্ষ হৃদয়ের মিলন মাঝে
কুসংস্কার মুক্ত  গণতান্ত্রিক সমাজের ধ্বনি বাজে।
বন্ধু মানে বিঘ্ন বিপদ অবহেলায় এক হয়ে যাওয়া
সতীর্থদের সম্মিলিত কন্ঠে জীবনের গান গাওয়া।
বিবিধ ধর্ম,জাতি, নানা ভাষা একই সূত্রের মালা
দয়া ,মায়া ভরা মমত্ববোধের স্বার্থ ত্যাগের পালা।
কান পেতে শুনি বুভুক্ষু ঐ পথশিশুদের হাহাকার
কাড়া  কেড়েছে সংবিধানের মৌলিক অধিকার?
ঝোঁপ ঝাড়ে দেখো আছে পড়ে কতো ধর্ষিতা  নারী!
হয়তো সাঁঝে টিউশনি পড়ে ফেরেনি তারা বাড়ি।
সুজলা সুফলা শস্য শ্যামলা ক্ষেতে খেটে মরে যারা,
কেউ ভাবে না অনাহারেই কাজ করে চলে তারা।
বসে মসনদে ডুবে রয় মদে নেতা মন্ত্রী ও দালাল,
আজ এসেছে ওদেরকে সব শাস্তি দেবার কাল।
অর্থাভাবে চিকিৎসা হীন কতো মা’র কোল খালি,
পথে পথে ঘুরে বেড়ায় মা’রা লয়ে ভিক্ষা থালি।
মাদকের নেশা আকাশ চুম্বি, তরুণ প্রজন্মে ভাই,
ভাবি এর থেকে কি জানি কবে পাবে ওরা রেহাই?
বেকারত্বের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে যে কতো গুণ
বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে করে চলে শুধু খুন।
মিছিলে মিছিলে ভরেছে শহর অবরোধ করে পথ
ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রীত্বের শপথ।
নব প্রযুক্তি হারিয়ে যুক্তি অবক্ষয়ের পথেতে চলে,
কতো হিরোশিমা পরমাণু বোমা তৈরির কবলে।
প্রমোটারী আর তোলাবাজি আজ অর্থনীতি ভাঙে
হানাহানি আর খুনোখুনির রক্তেই দেশ রাঙে।
বিদ্যালয় চলেছে রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী,
লক্ষ শহীদের রক্তে রাঙা স্বাধীনতা ধরাশায়ী।
কেউ আজকাল পড়ে না বেদ শোনে নাকো গীতা,
ছদ্মবেশী রাবনের দল  উন্মত্ত হরণে সীতা।
পনেরো আগস্ট পালিত হচ্ছে পার্কে ,ময়দানে
দুশ্চরিত্র যুবকেরা আজ তরুণীর শাড়ি টানে।
এসো গো বন্ধু  তরবারি হাতে প্রতিরোধ গড়ে তুলি,
জীবনের মায়া ভুলেও যেন দেশমা কে না ভুলি।
কণ্যাভ্রূণ হত্যা নিয়ত, কিডনি চক্রও সক্রিযতায়
স্বাধীন ভারত সোনার ভারত আজিকে  দুর্দশায়।
নার্সিং হোম বাড় বাড়ন্ত অলিগলিতে পলিক্লিনিক
জীবন নিয়ে ছিনিমিনি খেলা ব্যবসা চারিদিক।
নাগরিকত্বের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে  বড়ো
বাস, ট্রেন,প্রাণ পুড়ে পুড়ে ছাই হচ্ছে এমনতরো।
নাই খেলা মাঠ, শুধু বহুতল বোজা ডোবা পুকুর
বিপন্ন শৈশব মহা বৈভবে যেন পথের কুকুর।
খেলাধুলা ভুলে মুঠোফোনে ঝুলে আগামীর দিন
লাইব্রেরী আলমারি পুস্তক সারি ধুলোয় মলিন।
এখনো বন্ধুরা গালে হাত দিয়ে বিষন্ন মনে ভাবো?
এই দুর্দশা ঘোচাতে আমরা সবাই কবে যাবো?
আমাজনের দাবানলে প্রেসিডেন্ট বোসলানোরো
কমেডি শো দেখেছেন যেমন রোমের সম্রাট নিরো
প্যারিস পুড়ে ছাই হচ্ছে নিরো বাজাচ্ছেন বেহালা
ব্রাজিল রাষ্ট্রপতি তোমারও এসেছে বিদায় পালা।
জালিওয়নাবাদের হত্যাকাণ্ড,বুড়িবালামের যুদ্ধ
বিনয়, বাদল, দীনেশ, সুভাষচন্দ্র করেন উদ্বুদ্ধ।
মহাত্মাগান্ধীর অহিংস আন্দোলন ফেলেছে সাড়া
সাম্রাজ্যবাদী ব্রিটিশ পরাজিত হলো দেশছাড়া।
কতো শত প্রাণ শহীদ হলেন, বন্দেমাতরম বলে
বিদ্রোহী কবি  নজরুল, বিশ্বকবির লেখনী ফলে।
গর্জে উঠে লক্ষ কন্ঠ কবির কলমে আগুন ঝরে,
প্রীতিলতা, সরোজিনী ,মাতঙ্গিনী হাজরাকে মনে পড়ে।
এই স্বাধীনতা আজ ছারখার হচ্ছে যে বার বার,
পুনরুদ্ধারে এসো আমরাও  অস্ত্রেতে দেবো ধার।
দেশপ্রেমের চেতনায় গণতন্ত্র হউক উজ্জীবিত,
স্বাধীনতার নতুন বার্তা করুক মোদের অনুপ্রাণিত।
ছিন্নভিন্ন করে দিতে হবে কলঙ্কিত সব অধ্যায়,
গণতন্ত্রের নতুন ভোরে নবারুণোদয়ের প্রভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *