জনগণ আধমরা
সত্যবান তন্তুবায়
🌱🌱 🌱 🌱 🌱
হিংসা,বিদ্বেষ ভরা আজ
বর্তমান রাজনীতি,
ধর্ম,জাতী এসব নিয়েই
চলছে মাতামাতি।
দেশের স্বার্থ নয়তো বড়ো
গদী সবার লক্ষ্য,
ভালো খারাপ সকল কাজে
রাজনীতিটাই মুখ্য।
তাই জনসেবার ভড়ংবাজি
আর মিথ্যা প্রতিশ্রুতি,
গণতন্ত্রের কন্ঠ রোধ করা
অনেক নেতার নীতি।
ফুলে ফেঁপে ঢোল হয়েছে
ধরা ওদের সরা,
ওদের শাসনের যাঁতাকলে
জনগণ আধ মরা।
বর্তমান রাজনীতি,
ধর্ম,জাতী এসব নিয়েই
চলছে মাতামাতি।
দেশের স্বার্থ নয়তো বড়ো
গদী সবার লক্ষ্য,
ভালো খারাপ সকল কাজে
রাজনীতিটাই মুখ্য।
তাই জনসেবার ভড়ংবাজি
আর মিথ্যা প্রতিশ্রুতি,
গণতন্ত্রের কন্ঠ রোধ করা
অনেক নেতার নীতি।
ফুলে ফেঁপে ঢোল হয়েছে
ধরা ওদের সরা,
ওদের শাসনের যাঁতাকলে
জনগণ আধ মরা।