কবি পরিচিতি :
নাম:-কার্তিক ঢক্ । জন্ম ১৯৭০ । বাড়ি- বিষ্ণুপুর। জেলা:- বাঁকুড়া
পিতা:- ঁ অবনী মোহন ঢক্
লেখালেখি স্কুল লাইফ থেকে গল্প দিয়ে শুরু।
কবিতায় আসা- নব্বই দশকে। জেলার বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক ভাবে লেখা এবং অনান্য ওয়েব ম্যাগাজিনে নিয়মিত লেখা। কাব্যগ্রন্থ- ২টি” নৈঃশব্দের বাতায়ন ” এবং
” একটি নির্বাক শব্দবৃত্ত “
আনন্দবাজার পত্রিকা ছাড়াও অনান্য সংবাদপত্রেও একাধিক ফিচার প্রকাশ। বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত।
পেশা – ক্ষৌরকর্ম।
পছন্দ – গান শোনা ছবি তোলাএবং বাউণ্ডুলেমি।।
: কবিতা : বুকপকেট
কলমে : কার্তিক ঢক্
টিশার্টে বুকপকেট নেই!
তাই মোবাইল রাখো স্কীন-টাইট জিন্সের ভিতর
বুকের থেকে ঊরু অনেক দুরে বলে
রিংটোন বেজে যায়- বেজেই যায়…
রিংব্যাকে কর্পূর-গন্ধ
তোমার কোনো বুকপকেট নেই?