অপরাজিতার শিশির বিন্দু
********************
********************
✍️সোমা বৈদ্য✍️
ভালোবাসি আজও ভীষণ
ভালোবাসি।
ভালোবাসাযুক্ত অবহেলিত
শব্দ কাঁটার মত তবুও যেন
অমৃত স্বাদ,
ভালোবাসি।
ভালোবাসাযুক্ত অবহেলিত
শব্দ কাঁটার মত তবুও যেন
অমৃত স্বাদ,
আজ তুমি আমার ভালোবাসায়
লীন অপরাজিতা ভোরে ফোঁটা
ফুল।
অমলিন স্নিগ্ধ নিস্প্রভ ভোরের
পাখির মিষ্টি কলরব,
কুয়াশায় ঘাসের গায়ে ঝড়ে পড়া
শিশির বিন্দু বিন্দু জল কণা।
পূর্ণিমার রাতের চাঁদের বাঁকা হাসি
যেন তানপুরার সুর,
লীন অপরাজিতা ভোরে ফোঁটা
ফুল।
অমলিন স্নিগ্ধ নিস্প্রভ ভোরের
পাখির মিষ্টি কলরব,
কুয়াশায় ঘাসের গায়ে ঝড়ে পড়া
শিশির বিন্দু বিন্দু জল কণা।
পূর্ণিমার রাতের চাঁদের বাঁকা হাসি
যেন তানপুরার সুর,
আজ তুমি প্রেমময় সুপ্ত নীলাভ
অবচেতন মন।
কবিতার কন্ঠে আমার প্রতিটা
প্রহর,
আকাশের নীল নীলিমায় মনের
সুখ তারা।
রোদেলা দুপুরের শান্তির আদর
মাখা,
অবচেতন মন।
কবিতার কন্ঠে আমার প্রতিটা
প্রহর,
আকাশের নীল নীলিমায় মনের
সুখ তারা।
রোদেলা দুপুরের শান্তির আদর
মাখা,
প্রিয়তম আজো তোমার মুখের
হাসি আমার এ ভুবন।
আজও আমার কাছে তোমার
পরিচয়,
শুধুই তুমি আর তুমি!
হাসি আমার এ ভুবন।
আজও আমার কাছে তোমার
পরিচয়,
শুধুই তুমি আর তুমি!