★লাল সবুজের পতাকা★
কাছেন রাখাইন
*****************************
ফাগুন গিয়ে শাওন আসে রাতের পর দিন
ভাইয়ের রক্তে রাঙানো বিজয়ের পেলাম না তো ঋণ?
মুক্তিযোদ্ধার মা যে আমার পায় না দু”মুঠো ভাত
অর্ধাহারে,অনাহারে কাটায় উদোম রাত।
আমার মায়ের বুকের মানিক গিয়েছিল করতে
স্বাধীনতা যুদ্ধ
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
করলো খান সেনাদের রুদ্ধ।
*****************************
ফাগুন গিয়ে শাওন আসে রাতের পর দিন
ভাইয়ের রক্তে রাঙানো বিজয়ের পেলাম না তো ঋণ?
মুক্তিযোদ্ধার মা যে আমার পায় না দু”মুঠো ভাত
অর্ধাহারে,অনাহারে কাটায় উদোম রাত।
আমার মায়ের বুকের মানিক গিয়েছিল করতে
স্বাধীনতা যুদ্ধ
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
করলো খান সেনাদের রুদ্ধ।
সুখের স্বাধীন এলো দেশে
ফিরলো সবাই বিজয় বেশে
ফিরলো না যে সোনার মানিক!
ফের খুঁজে মা ভিড়ে
কতো স্বপ্ন ছিল মায়ের
ভাইকে আমার ঘিরে।
ফিরলো সবাই বিজয় বেশে
ফিরলো না যে সোনার মানিক!
ফের খুঁজে মা ভিড়ে
কতো স্বপ্ন ছিল মায়ের
ভাইকে আমার ঘিরে।
চোখের জলে বুক যে ভাসে
বুকের ধন নয় তো আসে
বাকরুদ্ধ টলমল অশ্রু শুধু ঝরে,
দুঃখের কাঁটা বিঁধলো ঘায়ে,
শেষে সান্ত্বনা যে খুঁজে মায়ে
লাল সবুজের পতাকা হয়ে বুঝি
ফিরলো মানিক ঘরে!!!
বুকের ধন নয় তো আসে
বাকরুদ্ধ টলমল অশ্রু শুধু ঝরে,
দুঃখের কাঁটা বিঁধলো ঘায়ে,
শেষে সান্ত্বনা যে খুঁজে মায়ে
লাল সবুজের পতাকা হয়ে বুঝি
ফিরলো মানিক ঘরে!!!