বোবা
✍️সমীর শীট✍️
সেদিন আমি পথের মাঝে দেখলাম গিয়ে কাছে,
রাস্তার মাঝে একদল গুন্ডা দাঁড়িয়ে আছে।
ভয় দেখিয়ে জোর দেখিয়ে তারা করছে তোলাবাজি
কারো কাছে নিচ্ছে কেড়ে, কেউবা আবার ভয়েই দিতে রাজি।
হাজার হাজার দেখছে মানুষ কারো মুখে নেই কথা,
সবার মনে ভয়, তাই নিচু করে আছে মাথা।
তারই মাঝে হঠাৎ করে এক বোবা প্রতিবাদ করে
কিন্তু তার সেই প্রতিবাদ পৌঁছায় সবার কাছে ব্যঙ্গতার সুরে
অস্পষ্ট তার কথা গুলো, তেমনি অজানা সেই ভাষা
তার ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার প্রতিবাদের নেশা।
ঙু অ্যাঁ করে হাত পা নেড়ে সে বলতে যেন চায়
কেন তোমরা নিরব, একবার প্রতিবাদ করো ভাই
কিন্তু সবাই সেই নিরব, সেই নিচু করে আছে মাথা,
বোবার মুখে কথা ফুতলেও ভীরুদের মুখে ফোটে না কথা,
কে যে সুস্থ, কে যে বোবা, কেউ বলবে আমাকে
তোমরাই বলো এখানে কে প্রকৃত বোবা কে?
রাস্তার মাঝে একদল গুন্ডা দাঁড়িয়ে আছে।
ভয় দেখিয়ে জোর দেখিয়ে তারা করছে তোলাবাজি
কারো কাছে নিচ্ছে কেড়ে, কেউবা আবার ভয়েই দিতে রাজি।
হাজার হাজার দেখছে মানুষ কারো মুখে নেই কথা,
সবার মনে ভয়, তাই নিচু করে আছে মাথা।
তারই মাঝে হঠাৎ করে এক বোবা প্রতিবাদ করে
কিন্তু তার সেই প্রতিবাদ পৌঁছায় সবার কাছে ব্যঙ্গতার সুরে
অস্পষ্ট তার কথা গুলো, তেমনি অজানা সেই ভাষা
তার ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার প্রতিবাদের নেশা।
ঙু অ্যাঁ করে হাত পা নেড়ে সে বলতে যেন চায়
কেন তোমরা নিরব, একবার প্রতিবাদ করো ভাই
কিন্তু সবাই সেই নিরব, সেই নিচু করে আছে মাথা,
বোবার মুখে কথা ফুতলেও ভীরুদের মুখে ফোটে না কথা,
কে যে সুস্থ, কে যে বোবা, কেউ বলবে আমাকে
তোমরাই বলো এখানে কে প্রকৃত বোবা কে?