Spread the love

জীবন যেমন 
🎑🎑🎑🎑

               🌱সমীরণ সরকার🌱                 
—————————–
জীবন মানে লড়াই শুধু
শুরুর থেকে শেষ,
সুখের খোঁজে ছুটে ছুটে
দুঃখ কিংবা ক্লেশ ।
জীবন মানে এগিয়ে চলা
আনন্দেরই খোঁজে,
বিলিয়ে দেওয়া আপন সুধা
নিত্যি সবার মাঝে ।
জীবন মানে নয়কো শুধু
দু’হাত পেতে নেওয়া,
তিলে তিলে আপনাকেই
দু’হাত ভরে দেওয়া ।
———–****———-
নির্জনতা কিংবা 
🌱 🌱 🌱 🌱 
নদীর পাড়ে একলা বসে
নির্জনতার খোঁজ পাবেনা;
ঢেউয়েরা বড়ই চঞ্চল,
কথা শোনেনা ।
গভীর জঙ্গলে বা গিরি কন্দরে
একলা যেওনা;
হারিয়ে যেতে পার,
নির্জনতায় নয়, নীরবতায় ।
আকাশটাকে ছুঁতে চেয়ে
সময়ের বিপরীতে হেঁটোনা;
হারিয়ে যেতে পারো,
বিষণ্ণতায় নয়, রিক্ততায় ।
কার কাঁধে মাথা রেখে
সময়কে নতজানু করে
অতীতে ফিরতে চাও?
কৈশোরে যায়না ফেরা কিছুতেই,
শুধুই অনুভব ।
তার চেয়ে ডুব দিও ‘গীতবিতানে’
অথবা ‘নৈবেদ্যে’,
কথা সুরে খুঁজে নিও প্রার্থিত সকাল
অথবা নির্জন একাকীত্ব ।
         ——————  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *