নবান্ন
✍️হীরালাল মণ্ডল✍️
হিমের পরশে হেমন্ত হাসে
মাঠ ভরেছে সোনায় সোনায়,
চাষীর মনে আনন্দের ঢেউ
উপচে উঠেছে কানায় কানায়।
বৃষ্টি ভেজা সবুজ ধান
রং মেখেছে সোনালী
চাষীর প্রাণ দুলিয়ে দিলো
মায়াবী ওই স্বর্ণ গোধূলি।
মাঠ ভরেছে সোনায় সোনায়,
চাষীর মনে আনন্দের ঢেউ
উপচে উঠেছে কানায় কানায়।
বৃষ্টি ভেজা সবুজ ধান
রং মেখেছে সোনালী
চাষীর প্রাণ দুলিয়ে দিলো
মায়াবী ওই স্বর্ণ গোধূলি।
মাঠভরা ঐ ধান ক্ষেত
চোখে আনে কতো যে আরাম!
কেউ রাখে কী সেই খবর-
ওই সোনার ধানে আছে কতো ঘাম?
রোদে পুরে জলে ভিজে
মাখে যারা গায়ে মাটি
নিজে বেঁচে অন্যকে বাঁচায়
সম্বল তবু ঘটি আর বাটি।
মাঠে মাঠে লাঙ্গল চষে
তাইতো ওরা এদো চাষা,
দুঃখ দারিদ্র্য নিত্য নতুন
ওদের ঘরে করে বাসা।
বাতাস ভরেছে ধানের ঘ্রাণে
কাল যে হবে নবান্ন,
দুঃখের মেঘ সরে যাক
নবারুণ আজ আসন্ন।
চোখে আনে কতো যে আরাম!
কেউ রাখে কী সেই খবর-
ওই সোনার ধানে আছে কতো ঘাম?
রোদে পুরে জলে ভিজে
মাখে যারা গায়ে মাটি
নিজে বেঁচে অন্যকে বাঁচায়
সম্বল তবু ঘটি আর বাটি।
মাঠে মাঠে লাঙ্গল চষে
তাইতো ওরা এদো চাষা,
দুঃখ দারিদ্র্য নিত্য নতুন
ওদের ঘরে করে বাসা।
বাতাস ভরেছে ধানের ঘ্রাণে
কাল যে হবে নবান্ন,
দুঃখের মেঘ সরে যাক
নবারুণ আজ আসন্ন।
———–***———-