Spread the love

   “দুরত্ব” 

বাসুদেব মণ্ডল 
“মানুষ,” মানুষ হতে হচ্ছে দূর,
App-এ কাটছে সময় দুপুর
মানুষ চলে যাচ্ছে অচীনপুরে ,
কত রঙিন ভাবনার নৌকো চড়ে ।
সবাই ভাবছে আঃ -হা-হা—
ফেসবুক বন্ধু মোর প্রাণের সখা
মনের কথা শেয়ার হয়
থাকে না বাধ্য বাধকতা ।
রাঁধুনী রান্নাতে ভুল করে
বাবু খেতে বসে বিষম খেয়ে মরে ।
    কি গাঁড়াকল এল সবার ঘরে,
ছাত্র /ছাত্রী ক্লাস করে না ।
ঘরের বৌ চা করে না ।
গিন্নী চিৎকার করে কেউ শোনে না ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *