ঘাতক
✍️অশোক কুমার চক্রবর্তী✍️
****
জাতি’র পিতা’র দেশে দেখি আজ
অহিংসা দিয়ে বাদ ।
চারধারে ভরা অস্ত্রে’র সাজ,
এটা কোন মতবাদ??
আতঙ্ক আর ভয়ে’তে মিশিয়ে
কোনমতে কাটে দিন।
চিৎকার করে যায়’যে শুনিয়ে,
সুখে’তে রাশিয়া, চিন?
‘তকমা’ লাগানো, সংগ্রামে নেমে?
সম্পর্ক’টা, মানুষে ও যমে,
দিবসেই আসে, আঁধার নেমে,
গাল-ভরা বুলি নিয়ে।
সব বর্ণের, যত শয়তান,
এক ধরনের, প’রে পরিধান।
ক্রোধাল্লাসের, গায় জয়গান,
ভালবাসা বলি দিয়ে।।”
পাঠশালা-ঘরে, ভারি-বুট পরে,
থাকে বন্দুক, গুলি।
বাবু’দের ঘ্রানে, আসে’না যে কানে,
নামতা ছড়া’র বুলি ।।
আসে’না উজিয়ে, নৌকা সাজিয়ে,
‘হাটে হবে বিকি-কিনি।’
কোন্ মতবাদে, বিনা প্রতিবাদে,
রক্ত ঝরায় শুনি??
ভরেছে সমাজ, অস্থিরতায়,
আতঙ্কবাদ-ঘিরে। ‘
কোন্ সুর্যের, ঘট’বে উদয়
শান্তি নষ্ট করে??
“শোন’ হে ঘাতক, ছাড় পরিধেয়,
হিংসা’র চেয়ে, অহিংসা শ্রেয়,
ভালবেসে হাতে, কলম’টা দিও,
দুর করে দাও ‘অস্ত্র’।
এখন দেশে’র ভাই ও বোনেরা,
খুঁজে ফেরে সব, কোথায় কিনারা,
মানিনা এটাই, আসল চেহারা,
যোগাতে ‘অন্ন, বস্ত্র’।
——***—–
জাতি’র পিতা’র দেশে দেখি আজ
অহিংসা দিয়ে বাদ ।
চারধারে ভরা অস্ত্রে’র সাজ,
এটা কোন মতবাদ??
আতঙ্ক আর ভয়ে’তে মিশিয়ে
কোনমতে কাটে দিন।
চিৎকার করে যায়’যে শুনিয়ে,
সুখে’তে রাশিয়া, চিন?
‘তকমা’ লাগানো, সংগ্রামে নেমে?
সম্পর্ক’টা, মানুষে ও যমে,
দিবসেই আসে, আঁধার নেমে,
গাল-ভরা বুলি নিয়ে।
সব বর্ণের, যত শয়তান,
এক ধরনের, প’রে পরিধান।
ক্রোধাল্লাসের, গায় জয়গান,
ভালবাসা বলি দিয়ে।।”
পাঠশালা-ঘরে, ভারি-বুট পরে,
থাকে বন্দুক, গুলি।
বাবু’দের ঘ্রানে, আসে’না যে কানে,
নামতা ছড়া’র বুলি ।।
আসে’না উজিয়ে, নৌকা সাজিয়ে,
‘হাটে হবে বিকি-কিনি।’
কোন্ মতবাদে, বিনা প্রতিবাদে,
রক্ত ঝরায় শুনি??
ভরেছে সমাজ, অস্থিরতায়,
আতঙ্কবাদ-ঘিরে। ‘
কোন্ সুর্যের, ঘট’বে উদয়
শান্তি নষ্ট করে??
“শোন’ হে ঘাতক, ছাড় পরিধেয়,
হিংসা’র চেয়ে, অহিংসা শ্রেয়,
ভালবেসে হাতে, কলম’টা দিও,
দুর করে দাও ‘অস্ত্র’।
এখন দেশে’র ভাই ও বোনেরা,
খুঁজে ফেরে সব, কোথায় কিনারা,
মানিনা এটাই, আসল চেহারা,
যোগাতে ‘অন্ন, বস্ত্র’।
——***—–