✍️সুব্রত ভট্টাচার্য্য (ঋকতান)✍️
কোনোদিন যদি খুঁজে পাই সীমাহীন প্রত্যাশার ফেলে আসা দিনগুলি
অতীতের কথা কয়ে,
স্বপ্নের মাঝে কিংবা অমাবস্যার গহীনে বিদীপ্ত দীপ বেদনার প্রজ্জ্বলিত হবে উদ্বিগ্ন অমানিশায়।
সেদিনের কোনো উত্থানের নিলজ্জ সাক্ষী হয়ে, পরিবেশিত হবে হৃদয় বিদারকে বেদনায় বিজড়িত নীল আকাশের শুন্যতায়–
জীবনের কতগুলো গোপন মুহূর্ত গুলো বেড়িয়ে আসবে অতীত হাতছানি দিয়ে ।
শীতল কফিনের ভেতর থেকে অসহিষ্ণুতা খেলে ।
অনাবিল আনন্দ মন হাসি আর কান্না ভালো মন্দ মিশিয়ে ,অবসন্নতার রাস টেনে রাতের তারারা সেদিন নের সব কিছু সাক্ষী হয়ে থাকবে ।
একান্ত ক্লান্ত সেদিন হয়তো সব বৃথা নৈরাশ্যকে
পিছুনে ফেলে —
উদ্বাস্তুদের পুনর্বাসন মতো অজানা সংশয়ে শুন্য গানে
উদাসী স্মৃতিরা ভেসে উঠবে
নির্জন দ্বীপে ।
বিষাদিত ব্যাথারা উদাসীনতায়
ভাসতে ভাসতে হার মানে রোজ ; বিধিলিপি বার বার পাল্টে যাওয়ার মতো ,আর অবিরল অভিব্যক্তি গুলো ,
পাহাড়ী পাকদণ্ডে বেয়ে নেমে আসে অনন্ত পথে
চেতনার তরঙ্গের বালুতটে।
তোমার গায়ের গন্ধ নিতে নিতে
ধীরে ধীরে আবছা ভাবে জ্বলে ওঠে নিভু নিভু দীপশিখাটি ।
ভবিষ্যতের পথে হাঁটতে গিয়ে ঝেড়ে ফেলি দুঃস্বপ্নের দিনগুলি ,
হাজার কল্পনার মাঝে এঁকে নি, লীলাভূমির জড়িয়ে থাকা কিছু সীমাহীন মরীচিকার ছবি।
শুধু পরে থাকে পাশে বিবর্ণ রংয়ের অবিহেলিত মুখোশ
আর অবচেতন মনের স্বপ্নেরা।।
——–💐💐💐———