আত্মলীন
বকুল জানা.
দুরে একটা অন্তর্গত ডাক.
ক্রমে হারিয়ে যাই.
আলোর ঘরে আবছাযার মতো ঘুরে চেতনা আচ্ছন্ন শরীর অশরীরী হয়ে ওঠে
পড়ে আসা বিকেল ছায়া রঙ ধরে.
খেজুর পাতার বিষন্নতা শত লোকের ভীড়ে
গঞ্জের খাল সরপুঁটিযা কি খুব একা
এঁটেল মাটির চাতালে একা ঘুরি
মাঝে বাস করে এক বিষন্ন আহ্বান।
বকুল জানা.
দুরে একটা অন্তর্গত ডাক.
ক্রমে হারিয়ে যাই.
আলোর ঘরে আবছাযার মতো ঘুরে চেতনা আচ্ছন্ন শরীর অশরীরী হয়ে ওঠে
পড়ে আসা বিকেল ছায়া রঙ ধরে.
খেজুর পাতার বিষন্নতা শত লোকের ভীড়ে
গঞ্জের খাল সরপুঁটিযা কি খুব একা
এঁটেল মাটির চাতালে একা ঘুরি
মাঝে বাস করে এক বিষন্ন আহ্বান।