?* দায়ী কে ?
✍️কৃষ্ণপদ ঘোষ✍️
পথশিশু পথে কাঁদে পথেই জীবন।
অতি শীতে ছেঁড়া চটে পথেতে শয়ন।।
শীত রাতে গায়ে দিতে তাহার সম্বল,
গেছে ভিজে বৃষ্টিতে সে নোংরা কম্বল।।
পথ ছাড়া নাই তার দেখিতে স্বপন।
পথে পথে ভিক্ষা বৃত্তি পথেই ভক্ষণ।।
পদে পদে শিশু হৃদে বঞ্চনা লাঞ্ছনা।
অনাহারে অর্ধাহার এটাই সান্ত্বনা।।
নানা রোগে ভুগে ভুগে অস্থি চর্ম সার।
শীর্ণ দেহ নাহি কেহ করিতে উদ্ধার।।
এই ভাবে বেঁচে ভবে আঁধার জীবন।
বড় হ’য়ে চৌর্যবৃত্তি করে সে ধারণ।।
এর জন্য দায়ী কে, কোথা উত্তর তার ?
আমি? তুমি? সমাজ? না এই সরকার?
––––––
অতি শীতে ছেঁড়া চটে পথেতে শয়ন।।
শীত রাতে গায়ে দিতে তাহার সম্বল,
গেছে ভিজে বৃষ্টিতে সে নোংরা কম্বল।।
পথ ছাড়া নাই তার দেখিতে স্বপন।
পথে পথে ভিক্ষা বৃত্তি পথেই ভক্ষণ।।
পদে পদে শিশু হৃদে বঞ্চনা লাঞ্ছনা।
অনাহারে অর্ধাহার এটাই সান্ত্বনা।।
নানা রোগে ভুগে ভুগে অস্থি চর্ম সার।
শীর্ণ দেহ নাহি কেহ করিতে উদ্ধার।।
এই ভাবে বেঁচে ভবে আঁধার জীবন।
বড় হ’য়ে চৌর্যবৃত্তি করে সে ধারণ।।
এর জন্য দায়ী কে, কোথা উত্তর তার ?
আমি? তুমি? সমাজ? না এই সরকার?
––––––