অধরা প্রেম
✍️বাণীব্রত✍️
সেদিন ছিল কলেজের নবিন বরণ উৎসব
আমি কলেজ ক্যান্টিনের এক কোনায় বসে।
তুমি ছিলে দুরের টেবিলে তোমার বান্ধবিদের সাথে,
মুখে ছিল সিগারেট ধোয়ার রিং ছাড়ছিলে মাঝে মধ্যে।
তোমার সুঠাম দেহ বুদ্ধি দীপ্ত চোখ আমাকে
আকর্শিত ক’রে ছিল।
সেদিন বাড়ি ফিরে সারা রাত ঘুমাতে পারিনি।
আমরা দুজন তখন প্রথম বর্ষ তবে সেকশন টা আলাদা,
তিন তিনটি বছর আমরা এক সাথে কাটিয়ে দিয়েছি,
বলতে পারিনি ওই সময় “ভালোবাসি”।
কত বান্ধবী তোমাকে ঘিরে থাকত সেসময়
আমি দেখেছি দূর থেকে হিংসে হত, তবুও…
কোন দিন তোমার সাথে সামনে থেকে কথা ও হয়নি।
শুধু চোখাচোখি আর একটু মুচকি হাসি ছিল অবশিষ্ট।
রজত আজ তোমার আর আমার রাস্তাটা আলাদা হয়েছে।
তুমি আজ কর্মজীবনে ব্যস্ত, হয়েতো কারোর বরও,
আমি একটা প্রাইমারি স্কুলের হেড দিদিমণি, আজ ও আমি অবিবাহিত।
তোমাকে যে আমি খুব ভালোবেসেছিলাম রজত।
তাই আর বিয়ের স্বপ্নটা আমার কাছে অধরাই থেকে গেল।
আমি জানতাম না ভালোবাসা কি? জানতাম না তার বেড়া জাল কতটা,
তবুও আজ অবসরে মনে পড়ে তোমার কথা সেই সময়ের মতো।
।।।। কবি বানীব্রত ।।।।