আফসোস
********
মনীষা কর বাগচী
✍️✍️✍️✍️✍️✍️✍️
সকালটা একটু অন্য রকম ছিল
মায়ের কপালের টিপের মত সূর্যটা, একটু বেশিই লাল ছিল সেদিন…
অসময়ে গান গেয়েছিল কোকিল
ঘরের চালে একটি কাকও সেদিন কা কা করেনি
গোয়ালের গরুগুলোও হাম্বা হাম্বা করতে ভুলে গিয়েছিল।
পাঁচ পাঁচটি দিন মাকে কষ্ট দিয়ে মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে এলাম।
অসহ্য যন্ত্রণার মধ্যেও মায়ের মুখে একটু হাসি ফুটিয়েছিলাম নিজের অজান্তেই
তার বেশি কিছু তো নয়…
জন্ম হল, বাবা মায়ের আদর যত্নে বড় হলাম
নিজের সংসার হল
দুটি প্রাণকে পৃথিবীর আলো দেখালাম।
ধীরে ধীরে চললাম শেষ পরিণতির দিকে
একদিন চলেও যাব।
ব্যাস হয়ে গেল?
যেতে যেতে বলে যাব এইতো জীবন…
আফসোস, করার মত কিছুই করে যেতে পারলাম না।