কন্যা বিদায়
✍️অর্পিতা দাশগুপ্ত ঠাকুর✍️
সমাজের এক আজব নিয়ম কন্যা হল বড়ো
রেখো না আর ঘরেতে তাকে, বিয়ে দিয়ে পার করো।।
কেন বাপু, এমন নিয়ম বলতে পারো কেউ?
কন্যা হলো লক্ষ্মীসম, সমুদ্রের এক ঢেউ।
নিজের হাতে বিয়ে দিয়ে, কন্যা করো পর,
মায়ের আঁচল ছেড়ে দিয়ে যায় সে পরের ঘর।
কন্যা বিদায় করতে যে গো মনটা হু হু করে,
একলা মনে গোপনে কোণে কাঁদি নিজের ঘরে।
কন্যা হলো পরের ধন, আজব কথা বড়,
ছোট থেকে নিজের হাতে ভালো করে গড়ো।।
পাঠাতে হবে পরের ঘরে, জানি যে সে কথা,
তবু কন্যা বিদায় মৃত্যুসম অফুরন্ত ব্যাথা।।