একান্ত আপন
**********
✍️ঈন্দ্রানী বন্দোপাধ্যায়✍️
আমার জীবন মরণ মাঝারে
দিবানিশি বা দ্বিপ্রহরে
আমার যাওয়া আসার মাঝে
সকল ক্লান্তি কিংবা কাজে,
হরষে বিষাদে প্রেরণা সাজে,
আনমনে যারে হৃদয় খোঁজে,
যে ছিল আমার জীবন মাঝে,
বড়ো একান্ত আপন..
জানিতাম আমি সেই মোর বিধাতা,
জানিত নিঠুর মন।
তবু সে হায়,আমারে ছাড়ায়ে,
কি সুখের তরে
গিয়েছে যে দূরে,
ভাসায়ে দুখের ভেলায়।
জানি ফিরিবে না,
কেন তবু আজ
পথ পানে চেয়ে
রহি দ্বারে দাঁড়ায়ে
ভাবি ক্ষনে ক্ষনে,
কি আছে জীবনে?
হয়েছি সকল হারা
গুনছিপ্রহর মৃত্যুর তরে,
জীবন রেখার শেষ সীমা পরে,
পাই যদি তার সাড়া।