ভূতের প্রেম
✍️সত্যবান তন্তুবায়✍️
ভূত পেত্নীর প্রেম জমেছে
ঐ শ্মশান ঘটে,
খাওয়া, ঘুম সব গিয়েছে
সব উঠেছে লাটে।
দিনের বেলায় তাল গাছেতে
জড়িয়ে বসে আছে,
ভূতের প্রেম দেখতে সবাই
শ্মশান ঘাটে গেছে।
বেঁচে থাকতে হয়নি তাদের
ভালোবাসার মিলন,
ভূত হয়েই তৃষিত বক্ষে
করছে আলিঙ্গন।