Spread the love

সেতুটা

✍️প্রবীর কুমার চৌধুরী✍️

সেতুটাকে ভাঙতে দিওনা দুপারের মিলনের অধিরতায়-
জীবন,এখনও দীর্ঘ অপেক্ষারা বসে আছে ।

তারকাটা বড় যন্ত্রনা দেয়
বাধা দেয় হৃদয়ের আহ্বানে,
তবুও গঙ্গা,পদ্মার স্রোতে,স্রোতে,
কত রক্ত চক্ষুর বাধা পেরিয়ে-
কত তমসার ক্লান্তি ঠেলতে,ঠেলতে,
প্রভাতের আহির ভৈরবী সুরে তোমাতেই নিস্ক্রমন।

সেতুটাকে ভাঙতে দিও না,দুটি পাড়েই দীর্ঘ অপেক্ষা-
দীর্ঘস্বপ্ন ,কতইনা আশা,আকাঙ্খারা  নীরবে কথা বলা।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *