গলির গল্প //
বদরুদ্দোজা শেখু
———————————————-
আমার এই গলির মধ্যে বাস।
বিচিত্র সর্পিল এই গলির লেবাস নর্দমার
উৎকট দুর্গন্ধ-দূষিত, ইতস্ততঃ নেড়ী কুত্তার
সংকীর্তন-কবলিত, ক্লিন্ন ভনভনে মাছির
বাজার-বৃত, পেয়াদা ক্যাডার দুর্বৃত্তের
দাদারাজ আর উঁচুনীচু আকাশ -ছোঁয়ার
অহংকার-বৃত ,কখনো আতসবাজির
জেল্লায় রৌনাক, মৌন ধূসর চাদর-ঢাকা
কফিন কখনো।
কখনো অনন্যোপায় কুঠুরিতে দম বন্ধ হ’য়ে
আসে প্রায় ,
কখনো-বা শ্রমিকের সরল হাসিতে
ঘুচে যায় মনের ম্লানিমা কিংবা প্রতিপদে
পরাজয়ের নীরব গ্লানি,সাবধানী হ’তে হ’তে
গুপ্তচর ঘুঘু হ’য়ে ওঠা বাকি শুধু , অথবা
সবাই এক-একটা অভ্যস্ত আস্ত ঘুঘু যেন এই গলি
ঘুমায় না কক্ষণো, কেউ কাউকে কোথাও
কোনো কিচ্ছুর এক ইঞ্চি ছাড়ার পাত্র নয়, সর্বত্রই
বিষয়-সর্বস্ব হাসি চলাফেরা বাক্য বিনিময় ।
ভাড়াটে আশ্রয় এই গলির মধ্যেই তবু স্বপ্ন নিয়ে আছি।
মরি বাঁচি যাই হোক, আর কাছাকাছি অন্য কোনো
বিকল্প যেহেতু নাই,তাই নাভিশ্বাস-ওঠা যদিও-বা গলি—
চুপিচুপি বলি, এই গলির মধ্যেই অন্ততঃ একটা-কিছু
ছোটখাটো নিজস্ব বাড়ির প্রচ্ছন্ন স্বপ্ন নিয়ে বেঁচে আছি
একটা একান্তই নিজস্ব বাড়ির সরল স্বপ্ন শুধু সহজ প্রত্যাশা
অন্তরালে লতানো চারার মতো আজন্ম লালিত।
গৃহপালিত স্বপ্নের সহচর স্রোত
গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত শরৎ
সমস্ত বছর জুড়ে জীর্ণ ক্যানভাস
হ’য়ে উড়ে অলিগলি মোড়ে মোড়ে অতৃপ্তি-বিলাস,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাতের আকাশ ফুঁড়ে চরাচরে ক্ষয়িষ্ণু সভায়
চাঁদ ওঠে, প্রেক্ষাপটে গৃহহীন গলির সবাই
দাঁড়ায় বিবস্ত্র দেহে , বিদ্রোহের বজ্রমুঠি হাত
আকাশে উদ্যত হয় , অপূরিত ক্ষুধিত সংঘাত
ঘুরপাক খায় ক্ষিপ্ত ইতস্ততঃ বিনিদ্র বিভ্রম ,
মেহের আলির স্বপ্ন,স্বপ্নভঙ্গ, মর্গ বকলম ।।
( ৩৫ লাইন )
© বদরুদ্দোজা শেখু
———————————————–
কবি পরিচিতি
———————–
কবি বদরুদ্দোজা শেখু মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত ঠাকুরপাড়া গ্রামে ইং ১৯৫৫ সালের ফেব্রুয়ারী মাসে জন্ম গ্রহণ করেন ।
বাবা সাইফুদ্দীন সেখ ক্ষুদ্র চাষী , মা ফজরেতুননেশা বিবি গৃহবধূ । অভাব অনটনের মধ্যে বড়ো হওয়া ।প্রথাগত শিক্ষায় গণিতবিদ্যায় স্নাতকোত্তর । পেশায় অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মচারী ,সহ-অধিকর্তা, নারী শিশু ও সমাজ কল্যাণ বিভাগ থেকে অবসর-প্রাপ্ত, নেশায় কবিতা লেখালিখি । বিবাহিত, শোভা গোস্বামী কে বিয়ে করেছেন ( মার্চ , ১৯৯৫ ) ।
কবির এ যাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ — অলৌকিক আত্মঘাত ( ১৯৯২ ) , দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন (১৯৯৫) , শব্দ ভেঙে সংলাপ (১৯৯৮ ) এবং আরো থোড়া দূর (২০১৯) । যে সমস্ত পত্রপত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো—- অদলবদল ,সপ্তাহ , পূর্বাভাস ,জাগরী ,দৌড় , কবিতীর্থ প্রভৃতি ।এ ছাড়া
কবিতা লেখায় কাব্যতরী (বিশ্ব বঙ্গ বাংলা সাহিত্য একাডেমী অনুমোদিত ) পত্রিকা গোষ্ঠী থেকে অন্যতম সাপ্তাহিক সেরা সম্মাননা এবং কথা ও কাব্য সাহিত্য গোষ্ঠী থেকে একাধিক অন্যতম দৈনিক সেরা সম্মাননা পেয়েছেন এবং কুসুম সাহিত্য অঙ্গন সাহিত্য গোষ্ঠী থেকে কলম লেখনী সম্মানণা পেয়েছেন।