মিলন মেলায়
বিশ্বনাথ সাহা
আর পারি না থাকতে বসে
একা ঘরের কোণে
মন যে আমার হাঁপিয়ে ওঠে
বদ্ধ বাতায়নে।
গলা খুস খুস সর্দি কাশি
বিষম জ্বালা এ কী!
মাঘের শীতে ধরলে গলা
ছাড়ছে না যে দেখি!
মন যে আমার ছুটে বেড়ায়
সকল বাধা কাটায়
রোদের আলো মাখলে গায়ে
আর শীত লাগে না ভাই।
ভাবছি বসে এবার মনে
মনের লাগাম কষে
ছুটবো আমি পাহাড় বনে
থাকবো নাকো বসে।
ইচ্ছে করে সবার সাথে
করবো এবার দেখা
মিলন মেলায় মিলবো এবার
থাকবো না আর একা।
© বর্ধমান/ ১১ মাঘ ১৪৩১
25 January 2025