ধরাধামে…
বিশ্বনাথ সাহা
শহর ছেড়ে গ্রামের ঘরে
এসেছি আজ অনেক দূরে
ভালো লাগায় লাগছে ভালো
শীতের দিনে রোদের আলো
ফাঁকা মাঠে দিব্যি ছড়ায়
উচ্চ বাড়ির নাই বাধা নাই
খালি পায়ে ঘাসে ঘাসে
চলছে মানুষ অনায়াসে।
সারাদিনই খাটে মাঠে
সব্জি শীতের যাচ্ছে হাটে
সব্জি বোঝায় ভ্যান চলে যায়
কেউ বা চলে ঝাঁকা মাথায়
ছাগল ভেড়া চড়ে বেড়ায়
রাখাল বালক সেই পাহারায়
ঐ দেখা যায় নদীর চড়াই
হাতা হাঁড়ি বালতি কড়াই
শহর থেকে গ্রামে এসে
পিকনিক করে ভালোবেসে
যোগাযোগেই শহর গ্রামে
স্বর্গ সবার ধরাধামে।
© বর্ধমান/৭ পৌষ ১৪৩১
23 December 2024