Spread the love

ধৈর্য মাপার যন্ত্র
সুপ্রিতি বিশ্বাস হালদার
—————————————-
নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত
————————————-
হেরিকেনের আলোর ভাগাভাগি কিশলয়ের পাতায়
একরাশ অভিযোগ,
শামুকের খোলে
নিজেকে গুটিয়ে রাখার অভ্যাস রূপান্তরিত।
ষোলো বছরের প্রথম যৌবন
এসে দাঁড়িয়েছিল
খিড়কি সদর দরজায়,
নিকোনো উঠোনে পা টিপে টিপে
পূর্ণিমার নিষ্প্রভদীপের আলোর ছায়া
পড়েছিল পায়,
একান্তে সযতনে লুকিয়ে রাখি
গহন মোহে কনক ভূমি সাহসীকতায়।
একলা পথিক গোপন তার চরণতলে,
নিশার মতো নীরবে একা পথ চলে।
মেঘে চাপা রুদ্ধমান আলো বিদ্যুতের ফলায় আটকে রাখি বারংবার,
অমৃত কুম্ভের ঢেউ
বিজয় নিশান করে দেয় পার।
তবুও ধৈর্য নদীর ঘাটের
শ্যাওলা পায়ের তলায়,
গুমরে-গুমরে উঠে পদ ছিন্ন পায়।
চন্দন ঘষা পাটায় ঘষে-ঘষে
ওঠে শুধু ব্যর্থতার চন্দন,

ললাটের অভি লিপ্ত পরিহাসের শেষ বন্ধন ।
———————————-

About the poetess :–

একান্ত নিজের জগৎ
সুপ্রীতি বিশ্বাস হালদার
________________________
নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত,
———————————
খুব যত্ন করে
সাড়ে ছয় হাত জমির উপরে
কল্পতর বৃক্ষ লাগিয়েছি,
সেই বেড়ার চারিদিকেই ঘেরা,
মাত্র একটি কাত হয়ে ঢোকার পথ।
সে পথের পাহারাদার রেখেছি সচেতন বিবেক, আর মনুষ্যত্বকে।
একান্তে কথা হয়
সচেতন বিবেক বুদ্ধি ও মনুষ্যত্বের সাথে।
আজীবনে কেউ ছুঁতে পারেনা কল্পতরুকে।
এ জীবনে যত কিছু কথা অজানা অচেনা স্মৃতি মুহূর্ত অভিজ্ঞতা
বাঁশের দরমার ভাজে আটকানো।
বলা হয়নি, জানতে পারিনি কেউ আজও এ-জীবনে।
শুধু জানে কল্পতরু আর পরমেশ্বর দীন দয়াময়।
দু চোখের জলের ধারায়
যত অভিযোগ অভিমান আক্ষেপ
সমর্পণ করেছি তারই কাছে।
আজও অব্যক্ত কথা সযতনে
কল্পতরু প্রধানমূলের বিটপে।
————————————-

About the poetess :–
সুপ্রীতি বিশ্বাস হালদার (Supriti Biswas Haldar, poetess, India.), পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত লোকসংগীত শিল্পী, কলা বিভাগে স্নাতক, স্বাস্থ্যকর খাদ্যর তৈরির উপরে ডিপ্লোমা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত, আকাশবাণী কলকাতায় গল্পদাদুর আসর থেকে পথ চলা শুরু সাহিত্যে জগৎতে, বহু ইন্টারনেট ও মুদ্রিত পত্রপত্রিকায়া লেখেন। বিভিন্ন যৌথ সংকলনে লেখা আছে। একক কাব্যগ্রন্থ বেরুবে, প্রস্তুতি চলছে।

**************************

প্রিয় লেখকগণ ও পাঠকগণ আপনিও লেখা পাঠাতে পারেন নিচের ঠিকানায় 

kabyapot@gmail.com 

WhatsApp: 8100481677 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *